নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁথি :: শুক্রবার ৯,আগস্ট :: সাধারণ মানুষের পরিষেবা বিঘ্নিত হচ্ছে, মানুষের পরিষেবা সচল রাখতে তৃণমূল বিজেপির সংঘর্ষ। জোর করে গ্রাম পঞ্চায়েতে ঢুকতে গিয়ে তৃণমূলের বাধার মুখে পড়ে পিছু হটতে বাধ্য হয় বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য সহ উপপ্রধান। বিজেপি পরিচালিত কাঁথির হৈপুর গ্রাম পঞ্চায়েত এ এই নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি।
তৃণমূলের অভিযোগ- গাছ চুরির দুর্নীতিতে অভিযুক্ত পঞ্চায়েত প্রধানসহ আরো বেশ কয়েকজন গ্রাম সদস্য। গ্রেপ্তারের ভয়ে পঞ্চায়েত প্রধান এক মাসেরও বেশি সময় উপস্থিত নেই গ্রাম পঞ্চায়েত অফিসে। এই অবস্থায় বিজেপির দাবি – পঞ্চায়েত প্রধান অসুস্থ রয়েছে। যে কারণে তিনি আসতে পারেন নি। উপপ্রধান সম্পূর্ণভাবে মানুষের পরিষেবা দিচ্ছে। সাধারণ মানুষের কোন পরিষেবা বিঘ্নিত হচ্ছে না।
সাধারণ মানুষ কোনো পরিষেবা পাচ্ছে না, তাই সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার দাবিতে গ্রাম পঞ্চায়েত মেন গেটে বিক্ষোভ অবস্থান করে তৃণমূল কংগ্রেস।