আশ্রমে এসে গায়ত্রী মন্ত্র পাঠ করেছিলেন বুদ্ধদেব , স্মৃতিচারণায় মহারাজ

সুদেষ্ণা মন্ডল  :: সংবাদ প্রবাহ :: জয়নগর :: শনিবার ১০,আগস্ট :: আমৃত্যু কাল পুরোপুরি বামপন্থী ভাবধারার মানুষ ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য।দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের নিমপীঠের শ্রীরামকৃষ্ণ আশ্রমে গিয়ে ঘটিয়েছিলেন এক ব্যতিক্রমী ঘটনা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ , মা সারদা ও বিবেকানন্দের দর্শন করতে গিয়ে পাঠ করেছিলেন গায়ত্রী মন্ত্র।

তাঁকে গায়ত্রী মন্ত্র পাঠ করতে দেখে সেই দিন অবাক হয়েছিলেন আশ্রমের মহারাজরা থেকে শুরু করে সঙ্গে থাকা বাম নেতা- কর্মীরা। সেবার সুন্দরবনের কুলতলিতে এসেছিলেন সদ্য প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।ফেরার পথে জয়নগরের নিমপীঠে শ্রীরামকৃষ্ণ আশ্রমে আসেন।

ঠাকুর শ্রী রামকৃষ্ণ, বিবেকানন্দ ও সারদা মায়ের মূর্তি দর্শন করতে মন্দির গৃহে প্রবেশ করেছিলেন তিনি। আর সেখানেই তাঁদের প্রণাম করেই গায়ত্রী মন্ত্র পাঠ করতে শুরু করেছিলেন। যা অতীতে ওই ভূমিকায় কখনো দেখা যায়নি তাঁকে ।

আর সেদিনের সেই ব্যতিক্রমী ঘটনার স্মৃতিচারণ করলেন নিমপীঠ শ্রী রামকৃষ্ণ আশ্রমের মহারাজ স্বামী অমৃতানন্দজী মহারাজ। তিনি বলেন, ভালো মনের একজন মানুষ চলে গেলেন । ওনাকে খুব কাছ থেকে সেই দিন দেখেছিলাম।আর আজ ওনার মৃত্যুতে মনটা ভারাক্রান্ত । আজ শুধু ওনার ওদিনের ছবি গুলোই শুধু চোখের সামনে ভেসে উঠছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − six =