নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মুর্শিদাবাদ :: বড়ঞাতে মন্ত্রী সুব্রত সাহা উপর হামলা ঘটনায়, নয়া মোড় ঘটনার তদন্তে নেমে ১৬ জনকে আটক করে বৃহস্পতিবার কান্দি মহকুমা আদালতে পাঠালো বড়ঞা থানার পুলিশ । হামলার ঘটনায় বড়ঞা বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধেই উঠছে একাধিক অভিযোগ।
বিধায়কের অভিযোগ ব্লক সভাপতি ও যুব সভাপতির নেতৃত্বে ঘটানো হয়েছে হামলার ঘটনা তবে। তবে বিধায়কের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও পরিকল্পিত বলে দাবি দুর্ঘটনাগ্রস্ত মৃতের পরিবার সহ ওই গ্রামবাসী দের। গ্রামবাসীদের অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত নেতৃত্ব ব্লক নেতৃত্বদের অবমাননার জন্য বিধায়ক মন্ত্রীকে নিয়ে গ্রামের প্রধান রাস্তাকে উপেক্ষা করে গলির রাস্তা দিয়ে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে চায় |
সেই কারণেই ক্ষিপ্ত হয়ে ওঠে স্থানীয় বাসিন্দা থেকে স্থানীয় নেতৃত্ব । আর তার জেরেই ঘটে মন্ত্রীর গাড়ির উপর হামলা ।তবে ঘটনায় ব্লক সভাপতি ও যুব সভাপতি দের উদ্দেশ্য প্রণোদিতভাবে ফাঁসানো হচ্ছে বলে দাবি স্থানীয় নেতৃত্ব থেকে গ্রামবাসীদের।
ঘটনা চব্বিশ ঘণ্টার মধ্যেই পুলিশ ঘটনায় মোট 16 জনকে আটক করে আজ কান্দি মহকুমা আদালতে পাঠিয়েছে তাদের বিরুদ্ধে
307,341,323,427, ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে পুলিশ সূত্রে।