সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: শনিবার ১০,আগস্ট :: কলকাতার আর জি কর হাসপাতালে কর্মরত মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্যে। কলকাতার এই ঘটনার প্রতিবাদে শনিবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর মহকুমার হাসপাতালে প্রশিক্ষণরত চিকিৎসকরা কর্মবিরতি পালন করলেন ।
এদিনের কর্মবিরতির জেরে রুগী পরিষেবা ব্যাহত হয় ব্যাপক ভাবে । কার্যত রোগীদের পরিষেবা দিতে হিমশিম খাচ্ছেন হাসপাতালের চিকিৎসকেরা। সকাল থেকে বারুইপুর মহাকুমার হাসপাতালের বহির বিভাগে সামনে লম্বা লাইন পড়ে রোগীদের। কার্যত বলা যেতেই পারে প্রশিক্ষণরত চিকিৎসকদের কর্মবিরতি জেরে অচল হয়ে গিয়েছে বারুইপুর মহকুমার হাসপাতালের রোগী পরিষেবা।
এ বিষয়ে হাসপাতালের সুপার ধীরাজ রায় বলেন, সকাল থেকে প্রশিক্ষণরত চিকিৎসকদের কর্মবিরতির ডাকে কার্যত অচল পরিষেবা হয়েছে হাসপাতালের। আমরা দ্রুততার সাথে অন্যান্য চিকিৎসকদের সঙ্গে নিয়ে পরিস্থিতির সামাল দেওয়ার চেষ্টা করছি। আশা করছি খুব শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।