নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শনিবার ১০,আগস্ট :: বর্ষার শুরুতেই ডেঙ্গির আশঙ্কা দেখা দিয়েছে কলকাতা পুরসভার বিভিন্ন ওয়ার্ডে। ডেঙ্গি মোকাবিলায় ইতিমধ্যেই সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছে কলকাতা পৌরসভা। বিভিন্ন ওয়ার্ডে মশা মারার তেল স্প্রে করার পাশাপাশি পুরসভার স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিচ্ছেন কোন বাড়িতে জল জমিয়ে রাখা হয়েছে কিনা।
পুরসভার স্বাস্থ্য বিভাগের উদ্যোগে শনিবার সকাল থেকে কলকাতা পৌরসভার ৯৭ নম্বর ওয়ার্ডের শান্তিনগর, মানিক বন্দ্যোপাধ্যায়ের স্মরণী সহ বিভিন্ন জায়গায় মশা মারার তেল স্প্রে করা হয়। কোথাও টবে জল জমিয়ে রাখা হয়েছে কিনা তাও পরীক্ষা করেন স্বাস্থ্যকর্মীরা।
বাড়ি বাড়ি গিয়ে কারো জ্বর হয়েছে কিনা তারও খোঁজ নেন। পুর কর্মীদের এই কাজে সহযোগিতা করেন স্থানীয় সমাজসেবী দেবাশীষ বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যকর্মীরা মাইক প্রচারের মাধ্যমে এলাকার মানুষকে ডেঙ্গি নিয়ে নানা সচেতনতামূলক পরামর্শ দেন।