নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: রবিবার ১১,আগস্ট :: কলকাতার আরজি কর হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদ জানাতে কলকাতার রাজপথে মিছিল মেডিকেল পড়ুয়া ও কর্মীদের। এদিন একাধিক মেডিকেল কলেজের পড়ুয়ারা বিক্ষোভে শামিল হন এবং একসঙ্গে পায়ে হাঁটেন আরজি কর হাসপাতাল পর্যন্ত। তবে প্রথমে তারা ছোট করে অবস্থান-বিক্ষোভ দেখায় শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে।
হাসপাতালে প্রবেশ করতে গেলে তাদের মুখোমুখি হতে হয় পুলিশি বাধার। রীতিমতো ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে পুলিশ ও বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের বক্তব্য, তারা শান্তিপূর্ণভাবে ডেপুটেশন জমা দিতে এসেছিলেন। এখানেই শেষ নয়, তাদের আরো বক্তব্য যে পুলিশ এখন তৃণমূল কংগ্রেসের ক্যাডারে পরিণত হয়েছে।
যদিও হাসপাতালের অন্দরে যারা রয়েছেন তাদের বক্তব্য যে তারা কোন রাজনৈতিক রং লাগাতে চান না এই ঘটনায়। পাশাপাশি, এটাও দাবি করেন যে বিক্ষোভকারীরা এখানে এসেছে পরিস্থিতি আরও অবনতি করতে। কিন্তু তারা সাফ জানিয়ে দেন যে রাজনীতির বাইরে কেউ যদি এই আন্দোলন করেন তাহলে তাতে তাদের কোন আপত্তি নেই।