বাংলাদেশে হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের উপর হামলার তীব্র নিন্দা করেন ইউনূস। এর আগে আন্দোলনকারী পড়ুয়ারা আহ্বান জানিয়েছিলেন যাতে সংখ্যালঘুদের উপর হামলা না হয়।

ব্যুরো নিউজ :: সংবাদ প্রবাহ :: কোলকাতা(ঢাকা) :: রবিবার ১১,আগস্ট :: বাংলাদেশে হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের উপর হামলার তীব্র নিন্দা করেন ইউনূস। এর আগে আন্দোলনকারী পড়ুয়ারা আহ্বান জানিয়েছিলেন যাতে সংখ্যালঘুদের উপর হামলা না হয়। এদিন তাঁদের উদ্দেশে ইউনূস বলেন, ‘যাদের উপর হামলা হচ্ছে তাঁরা কি এদেশের মানুষ নয়?

আপনারা যখন দেশকে বাঁচাতে পেরেছেন তখন কিছু পরিবারকে বাঁচাতে পারবেন না? আপনাদেরকেই গলা তুলে বলতে হবে যাতে এই মানুষগুলোর কেউ ক্ষতি করতে না পারে। তাঁরা সকলে আমার ভাই। আমরা একসাথে লড়াই করেছি, আমরা একসঙ্গেই থাকব।’

এদিকে বাংলাদেশের সংখ্যালঘু এবং ভারতীয়দের সুরক্ষায় বিশেষ কমিটি গড়েছে ভারত সরকার। যদিও আশ্বাসের পরেও আতঙ্ক কাটেনি সংখ্যালঘু পরিবারগুলির। হিন্দুদের উপর হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রসংঘও। এই ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের দ্রুত পদক্ষেপ চাওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 17 =