নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: সোমবার ১২,অগাস্ট :: বর্ষা শুরু হতেই চলছে ধানপোতার কাজ। সোমবার সকাল, সকাল মাঠে কাজ করার জন্যে বাঁকুড়ার শাসপুর থেকে জনা ত্রিশেক দিনমজুর ধান গাছের চারা নিয়ে মাঠে যাচ্ছিলেন ম্যাক্স গাড়ি করে ।
সোমবার সকাল নাগাদ রায়না থানার মোগলমারিতে হঠাৎ বর্ধমান পলাশী রুটের একটি বেসরকারি বাস এসে ধাক্কা মারে ছোট ম্যাক্স গাড়িটিতে। গাড়ি থেকে ছিটকে মাটিতে পড়ে যায় উত্তম মাঝি নামে এক দিনমজুর।তার মাথার ওপর দিয়ে চলে যায় বাসের চাকা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ঐ ব্যাক্তির। গুরুতর যখম হয় আরও বেশ কয়েকজন।
এলাকার স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বাসের যাত্রীরা সকলেই সুরক্ষিত আছে।
ঘটনাস্থলে আসে রায়না থানার সেহারা বাজার ফাঁড়ি ও সেহারা বাজার ট্রাফিক গার্ডের পুলিশ।বাসের চালক পলাতক।বাসটিকে আটক করে রায়না থানার পুলিশ।স্বাভাবিকভাবেই ব্যাস্ততম রাস্তায় বেশ কিছুক্ষন যানযটের সৃষ্টি হয়। পুলিশ এসে যান চলাচল নিয়ন্ত্রণ করে।