এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গে জল ঢালতে লাখো লাখো ভক্তদের ভিড় নদিয়ার শিব-নিবাসে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: সোমবার ১২,অগাস্ট :: শ্রাবণ মাসের শেষ সোমবার মহারাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠিত এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ শিবনিবাস মন্দিরে শিবের মাথায় জল ঢালতে লাখো ভক্তদের ভিড়। নদিয়ার ঐতিহ্যবাহী শিব মন্দির শিব নিবাসে জল ঢালার আগে নবদ্বীপ ঘাট ভাগীরথী নদীতে স্নান করে সেখান থেকে জল এনে সেই জল শিবের মাথায় দিচ্ছে ভক্তরা।

রবিবার রাত থেকে লক্ষ লক্ষ মানুষ নবদ্বীপের ভাগীরথী নদী থেকে জল তুলে রওনা হয়েছে শিবের মাথায় জল ঢালতে। শ্রাবণ মাসের শেষ সোমবার সকাল থেকেও একইভাবে লক্ষ লক্ষ দর্শনার্থী দীর্ঘ উচ্চতার এই শিবলিঙ্গ দর্শন ও জল ঢালতে আসতে শুরু করেছে। নদিয়ার শিব নিবাসের পাশাপাশি দিগনগরের কৃষ্ণনগর রাজবাড়ী প্রতিষ্ঠিত রাঘবেশ্বর শিবমন্দিরের চিত্রটাও একই।

সোমবার সকাল থেকেও অগণিত মানুষের উপস্থিতি এই মন্দিরে। অন্যদিকে শিব নিবাসের জল ঢালা উপলক্ষে কড়া পুলিশি নিরাপত্তা চোখে পড়েছে। নবদ্বীপের গঙ্গার ঘাটে মোতায়ন করা হয়েছে অসংখ্য পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদের। আপৎকালীন দুর্ঘটনা এড়াতে রাখা হয়েছে স্পিডবোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + thirteen =