আমি আছি বলে হিন্দু লোকেরা বেঁচে আছে । বৃহস্পতিবার নন্দীগ্রামে শহীদদের শ্রদ্ধা জানাতে এসে একথা বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নন্দীগ্রাম :: বৃহস্পতিবার ১৫,আগস্ট ::  আমি আছি বলে হিন্দু লোকেরা বেঁচে আছে । বৃহস্পতিবার নন্দীগ্রামে শহীদদের শ্রদ্ধা জানাতে এসে একথা বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

গতকাল গভীর রাতে আর জি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনা প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন, রাতে আর জি কর ওই জায়গায় কেন্দ্রীয় বাহিনীর টহল দেওয়া উচিত, গতকালের হামলার তদন্তের দায়িত্ব সিবিআই কে দেওয়া উচিত ।

দেড় থেকে দুই হাজার একটি বিশেষ সম্প্রদায়ের শান্তি বাহিনীকে হাওড়া থেকে কামারহাটি থেকে বেলগাছিয়া থেকে জড়ো করে , এই হামলা করা হয়েছে, এটা নিন্দার কোন জায়গা নেই। আমি জিতেছি বলে হিন্দু লোক গুলো বেঁচে আছে না হলে সব শেষ করে দিতো।

দফা এক দাবি এক মমতা ব্যানার্জির পদত্যাগ ।সব রাজনৈতিক দলকে আহ্বান জানালেন কালকে বাংলাকে স্তব্ধ করে দেয়ার জন্য । নন্দীগ্রামের লোক আগে থেকে প্রস্তুত হয়ে গেছে, কলকাতার লোক এবারে বুঝুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 11 =