নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁথি :: শুক্রবার ১৬,আগস্ট :: আর জি করের ঘটনার প্রতিবাদে শুক্রবার ১২ ঘন্টার এসইউসিআই ডাকা বাংলা বনধে সকাল থেকেই জেলায় মিশ্র প্রতিক্রিয়া। জেলার কাঁথি শহরের পোস্ট অফিস মোড়, ক্যানেল পাড়, রাজা বাজার এলাকায় মিছিল ও দফায় দফায় পথ অবরোধ করে কর্মী সমর্থকরা।
বিভিন্ন এলাকায় এদিন সকাল থেকে যানবাহন আটকায় বনধ সমর্থকরা। শহরের বিভিন্ন রাস্তায় টোটো, অটো গাড়ি নিয়ে বেরোনো চালকদের সাথে বচসা চলে। বেলা গড়ার সাথে সাথে এই ১২ ঘন্টার ডাকা বনধের মিশ্র প্রভাব পড়ে জেলা জুড়ে।