মঙ্গলপুর শিল্প তালুক শ্যাম সেল কারখানা গেটে বিক্ষোভ দেখালো বাম শ্রমিক সংগঠন। এদিন কারখানার গেটে অসংখ্য শ্রমিক জমায়েত হয়ে কালো ব্যাচ পরে কলকাতার আরজি করের ঘটনার প্রতিবাদ জানান ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রানিগঞ্জ :: শনিবার ৭,আগস্ট :: কারখানার মহিলা শ্রমিকদের নিরাপত্তা সুনিশ্চিত করা, ও রাজ্যজুড়ে চলা মহিলা নির্যাতনের ঘটনা কে সামনে তুলে ধরে আর.জি.করের মর্মান্তিক পাশবিক ঘটনায় নির্যাতিত মহিলার ওপর নির্যাতনকারী দুষ্কৃতিদের চিহ্নিত করে

তাদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে প্রতিবাদ কর্মসূচি করে, মঙ্গলপুর শিল্প তালুক শ্যাম সেল কারখানা গেটে বিক্ষোভ দেখালো বাম শ্রমিক সংগঠন। এদিন কারখানার গেটে অসংখ্য শ্রমিক জমায়েত হয়ে কালো ব্যাচ পরে কলকাতার আরজি করের ঘটনার প্রতিবাদ জানান । এই কর্মসূচিতে পুরুষদের পাশাপাশি মহিলারাও ব্যাপকভাবে অংশগ্রহণ করে।

এদিনের এই বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন পশ্চিম বর্ধমানের সাধারণ সম্পাদক বংশগোপাল চৌধুরী বাম শ্রমিক সংগঠনের নেতা তথা প্রাক্তন বিধায়ক রুনু দত্ত, মঙ্গলপুর শিল্পাঞ্চলের সিটুর সম্পাদক গৌতম রজক, উমাপদ গোপ, অরূপ লায়েক প্রমূখ। এদিন প্রাক্তন বিধায়ক তথা সিটু নেতা তার বক্তব্যে দাবি করেন যে রূপ ভাবে দিকে দিকে নারী নির্যাতনের ঘটনা ঘটছে রুখে দিতে সকল স্তরের মানুষজনকে একত্রিতভাবে লড়াই আন্দোলনে নামতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 8 =