নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: রবিবার ১৮,আগস্ট :: পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানা অন্তগত ভারুচা গ্রামে “মা মনসা” পূজা মহা ধুমধামে হয়ে থাকে,শ্যামল দাসের নেতৃত্বে। প্রতিবছর যেভাবে পূজায় হয়, শনিবার সেই ভাবেই পূজো হয়েছিল কিন্তু হঠাৎ দুর্ঘটনা ঘটে যায় কারেন্টের শর্ট সার্কিট হয়ে।
পূজার উপশিরা পূজার সময় গ্রিলের মধ্যে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে,ফলে কারেন্ট হয়ে যায় । পাঁচজন আহত হয় কিন্তু স্থানীয় এলাকাবাসী তাড়াতাড়ি মন্তেশ্বর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন,কর্তব্যরত চিকিৎসক পরিস্থিতি খারাপ দেখে বর্ধমান মেডিকেল কলেজে রেফার করে চারজনকে আর একজনা মন্তেশ্বর হসপিটালেই মারা যায়।
মন্তেশ্বর পুলিশ প্রশাসন খবর পেয়ে মন্তেশ্বর স্বাস্থ্য কেন্দ্রে যান, মৃত কদম হাজরা বাড়ি ভারুচা গ্রাম, আনুমানিক বয়স ৪০,মন্তেশ্বর থানায় নিয়ে যায় পোস্টমর্টেম করার জন্য।সুমিত্রা ঘোষ, জুরানি ঘড়ুই, মানু ঘোষ, শেফালী ঘোষ,ওনাদের বাড়ি ভারুচা ও লোহার গ্রামে।