রাখি বন্ধন উৎসব, এই রাখি বন্ধন উৎসব ভ্রাতৃত্বের উৎসব-ভাই বোনের সম্পর্কের অটুট বন্ধনের উৎসব

সজল দাসগুপ্ত  :: সংবাদ প্রবাহ ::শিলিগুড়ি :: রবিবার ১৮,আগস্ট :: রাখি বন্ধন উৎসব ভ্রাতৃত্বের উৎসব। ভাই বোনের সম্পর্কের অটুট বন্ধনের উৎসব। প্রতিবছর শিলিগুড়িতে বিভিন্ন জায়গার মতো ঘটা করে রাখি বন্ধন উৎসব পালন করা হয়ে থাকে।

এ বছরও চলছে জোরদার প্রস্তুতি, শিলিগুড়ি হকারস কর্নার এলাকার বিভিন্ন দোকানগুলিতে এদিন দেখা গেল বিভিন্ন রঙের রাখি। দোকানদারেরা জানিয়েছেন সকাল থেকে খুব একটা বিক্রি না হলেও বিকেলের পরের থেকে বিক্রি বাড়বে এমনটাই আশা করছেন তারা।

এবার জেনে নেওয়া যাক রাখি পরানোর শুভক্ষণ কখন?
শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ১৯ অগস্ট ২০২৪ সোমবার ২ টো ৩৫ মিনিট থেকে এবং শেষ হবে ২০ই আগস্ট মঙ্গলবার রাত ১২টা ৪২ মিনিটে।

ভদ্রার সময়
রাখি বন্ধন উৎসবে ভদ্রাকাল শুরু হচ্ছে ১৯ অগস্ট ২০২৪ সোমবার সকাল ৫ টা ৫৫ মিনিট থেকে এবং শেষ হবে দুপুর ১ টা ৩২ মিনিট পর্যন্ত কারণ ভদ্রের সময় ভুল করেও রাখী বাঁধা উচিত নয়। তাই এই সময় কোন শুভ কাজ করলে তা নষ্ট হয়।

রাখি পূর্ণিমার শুভক্ষণ
রাখি বাঁধার শুভ সময় ১৯ আগস্ট সোমবার দুপুর ১টা ৩২ মিনিট থেকে রাত ৯টা ৮ মিনিট পর্যন্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − seventeen =