নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মুর্শিদাবাদ :: মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার ভরতপুর ১ নম্বর ব্লকের ভরতপুর কৃষক বাজারের সামনে বৃহস্পতিবার রাত্রি থেকে লম্বা লাইন কৃষকদের ধান বিক্রির টোকেন নেবার জন্য। লাইনে দাঁড়িয়ে থাকা কৃষকেরা সংবাদমাধ্যমের মুখোমুখি জানান বেআইনিভাবে ধান বিক্রি রুখতে এবং ফড়ে রাজ বন্ধ করবার উদ্দেশ্যে সারারাত ধরে লাইনে দাঁড়িয়ে থাকবেন ।
তারা শুধুমাত্র ন্যায্য মূল্যে ধান বিক্রির আশায়, কৃষক বাজারের সামনে শিতের রাতে উপেক্ষা করে প্রচন্ড কষ্টের মধ্যে দাঁড়িয়ে ফড়ে রাজ ঠেকিয়ে সরকারের ঘরে ন্যায্য মূল্যে ধান বিক্রি করবে কৃষকরা সেই আশা নিয়ে লাইনে দাড়ানো কৃষকদের। যদিও এ প্রসঙ্গে প্রশাসনের বা শাসক দলের কোন জনপ্রতিনিধির প্রতিক্রিয়া মেলেনি।