নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: মঙ্গলবার ২০,আগস্ট :: আর জি কর ঘুঘুর বাসা পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে দোষীদের আড়াল করার চেষ্টা করছে তৃণমূল । পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় এসে একথা বললেন দিলীপ ঘোষ। তিনি আরো বলেন আরজি করের ঘটনা নক্কারজনক রাজ্য পেরিয়ে সারা ভারতবর্ষের মানুষ চাইছে মমতা এবার সরে যাক ।
সরে না গেলেও তাকে এবার চলে যেতে হবে রাজ্যের সাধারণ মানুষ আর চাইছে না তৃণমূল সরকারকে ক্ষমতায় দেখতে রাজ্য সরকার পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে প্রকৃত দোষীদের আড়াল করতে চাইছে এই কারণে ছাত্র যুব থেকে শুরু করে সর্বস্তরের মানুষ রাস্তায় নেমেছে তিনি বলেন আপনারা বলুন কেন কাটোয়া শহরে শত শত মহিলারা রাস্তায় রাত জাগো কর্মসূচিতে অংশগ্রহণ করেছিল ?
তিনি পায়ে হেঁটে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া টেলিফোন ময়দান রাস্তা দিয়ে ডাকবাংলো রোড রাস্তা হয়ে স্টেশন বাজার রেল স্টেশনের সন্নিকটে আসেন সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণ ঘোষ সহ বিজেপির কর্মী সমর্থকরা।