তিলোত্তমার সুবিচারের দাবীতে পথে নামলেন বারুইপুরের আইনজীবীরা

সুদেষ্ণা মন্ডল  :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: মঙ্গলবার ২০,আগস্ট :: আর জি করের নারকীয় ঘটনার প্রতিবাদে এবার পথে নামলেন আইনজীবীরা।

আর জি কর কান্ডে ন্যায্য বিচারের দাবিতে ও মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে মঙ্গলবার ব্যানার প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রতিবাদ মিছিলে সামিল হলেন দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর মহকুমা আদালতের আইনজীবীরা । এদিন তারা জানান এই ঘটনার যথাযথ বিচার চান। দ্রুত যাতে বিচার হয় তারও দাবী জানান তারা।

ডাক্তার ছাত্রীর নৃশংস হত্যাকাণ্ডের পর থেকেই রাজ্যের সরকারি মেডিক্যাল কলেজগুলির পরিকাঠামোয় গলদের অভিযোগ প্রকট থেকে প্রকটতর হচ্ছে। প্রশ্ন উঠেছে কর্মরত চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়েও।

আন্দোলনকারী আইনজীবীদের বক্তব্য আদালতের পরিকাঠামো আরও উন্নত করতে হবে। তাহলে যে কোনো মামলার দ্রুত বিচার নিষ্পত্তি হওয়া সম্ভব। তাই মানুষ যাতে দ্রুত সুবিচার পায় তারজন্য আদালতের পরিকাঠামোর বিশেষ উন্নতিরও দাবী জানান তারা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × three =