সন্দীপ ঘোষের পরিবারকে নিরাপত্তা দিতে নির্দেশ আদালতের – করছেন পরিবারের ওপর হামলার আশংকা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বুধবার ২১,আগস্ট :: রীতিমত নিরাপ্তত্তাহীনতায় ভুগছেন আর জি করের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও তাঁর পরিবার। এক প্রকার বাধ্য হয়ে নিরাপত্তার স্বার্থে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ।

বুধবার উচ্চ আদালত রাজ্যকে নির্দেশ দেয়, সন্দীপ ঘোষ ও তাঁর পরিবারকে নিরাপত্তা দিতে হবে। ইতিমধ্যেই সন্দীপের বাড়ির সামনে মোতায়েন রয়েছে পুলিশ, একথা আদালতকে জানায় রাজ্যের আইনজীবী।

কলকাতা হাইকোর্টে সন্দীপের আইনজীবী জানিয়েছিল, সন্দীপের গোটা পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। আরজি কর কাণ্ডের পর থেকে যেভাবে তাঁকে নিয়ে সামাজিক মাধ্যমে একাধিক ভুয়ো তথ্য ছড়িয়েছে, সেই তথ্যের ওপর ভিত্তি করে তাঁর বাড়িতে হামলা হতে পারে। এমনকি তাঁর স্ত্রী-পুত্রের প্রাণহানিরও আশঙ্কা রয়েছে।

তাই রাজ্য অথবা কেন্দ্র, যে কোনও নিরাপত্তা তাঁদের দেওয়া হোক। কোনও নিরাপত্তাতেই তাঁর আপত্তি নেই। এই কথা শুনে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ রাজ্যের বক্তব্য জানতে চায়। রাজ্যের আইনজীবী জানান, প্রাক্তন অধ্যক্ষের বাড়ির সামনে পুলিশ পিকেট রয়েছে। ওই বাড়ির নিরাপত্তার দিকে নজর রাখছেন স্বয়ং বেলেঘাটা থানার ওসি।

রাজ্যের আইনজীবীর মন্তব্য শুনে, মামলাটির নিষ্পত্তি করে দেন বিচারপতি। তবে বিচারপতি সাফ নির্দেশ দেন,মামলাকারীর বাড়ির সামনে প্রয়োজনীয় নিরাপত্তা দিতে হবে পুলিশকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − twelve =