নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বুধবার ২১,আগস্ট :: বুধবার সকালে সিআইএসএফ (Central Industrial Security Force) এর ডিজি চলে এসেছেন আর জি কর হাসপাতালে। তিনি প্রাথমিক বৈঠক ও তদারকি করে গেলেন হাসপাতালের পরিস্থিতি। আমরা জানি শীর্ষ আদালতের মঙ্গলবারের নির্দেশ। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় দ্রুত চিকিৎসা শুরু করার জন্য চিকিৎসকদের অনুরোধ করেন শীর্ষ আদালত।
নৃশংস খুনের ঘটনার পরেই গত ১৪ অগস্ট হাসপাতালে তাণ্ডব চালায় কিছু বহিরাগত দুষ্কৃতীরা। এই ঘটনার পর হাসপাতালে চিকিৎসক, স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা নিয়ে জোরালো প্রশ উঠে যায়। বিষয়টির গুরুত্ব বিচার করে এবার আরজি কর হাসপাতালে সিআইএসএফ মোতায়েন করার নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত।
প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, ‘আমরা আরজি কর হাসপাতালে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছি।’ সুপ্রিম কোর্টের এই রায়ে প্রমাণিত যে রাজ্য পুলিশের উপর এই মুহূর্তে আস্থা রাখতে পারছে না শীর্ষ আদালত। এটা রাজ্যের পক্ষে ও পুলিশ মন্ত্রীর পক্ষে মোটেই খুব গৌরবের নয়।