পড়ুয়াদের আন্দোলনের চাপে আর জি কর নিয়ে বড়ো পদক্ষেপ স্বাস্থ্য ভাবনের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বৃহস্পতিবার ২২,আগস্ট :: বুধবার আর জি করের পড়ুয়া ডাক্তাররা স্বাস্থ্যভবন অভিযান করেছিলেন। তাদের অনেক দাবির মধ্যে অন্যতম দাবি ছিল বেশ কয়েক জনকে আধিকারিক পদ থেকে সরাতে হবে। কার্যত সেই দাবীকে মেনে নিলো স্বাস্থ্য দপ্তর।

নবনিযুক্ত অধ্যক্ষ সুহৃতা পালকে সরানো হয়েছে। এছাড়াও সরানো হয়েছে হাসপাতালের সুপার বুলবুল মুখোপাধ্যায়কেও। হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপারকেও সরানো হয়েছে। অ্যাসিস্ট্যান্ট সুপারের বিরুদ্ধে নির্যাতিতা মৃত তরুণী চিকিৎসকের বাড়িতে খবর দেওয়ার অভিযোগ ছিল। চেস্ট মেডিসিন বিভাগের প্রধান অরুনাভ দত্ত চৌধুরীকেও সরানো হয়েছে।

অ্যাসিস্ট্যান্ট সুপারের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ যে তিনি তদন্তকে ভুল পথে চালনার জন্যই আত্মাহত্যার খবর প্রচার করেন। আরজি করের চার শীর্ষ আধিকারিককে অপসারণ করা হয়েছে। আর জি করের সমস্ত আধিকারিকদের সরিয়ে দেওয়া হলো। আর জি করের সুপার বুলবুল মুখোপাধ্যায় কে সরানো হল। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম এই অপসারণের কথা জানিয়েছেন।

জুনিয়র ডাক্তাররা একদিকে পথে নেমে ‘উই ওয়ান্ট জাস্টিস’ ধ্বনি দিয়ে যেমন প্রতিবাদ করেন, তেমনই দলবদ্ধভাবে স্বাস্থ্যভবনে গিয়ে প্রতিবাদ জানিয়ে ডেপুটেশন দেন। বাস্তবিক তাদের দাবিতে সিলমোহর দিলেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − five =