নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বৃহস্পতিবার ২২,আগস্ট :: এই মুহূর্তে বাংলায় একটাই শ্লোগান -‘উই ওয়ান্ট জাস্টিস’। মূল অভিযোগ রাজ্য পুলিশের বিরুদ্ধে। ঠিক সেই পরিস্থিতিতেই রাজ্য পুলিশের পরিবর্তন করলো সরকার।
অতিরিক্ত দায়িত্ব পেলেন জাভেদ শামিম। গোয়েন্দা বিভাগ এবং এডিজি (নিরাপত্তা) পদের দায়িত্বের পাশাপাশি তাঁকে দুর্নীতিদমন শাখার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল। এত দিন এই পদের দায়িত্বে ছিলেন আইপিএস আর রাজাশেখরন।
রাজ্যপালের এডিসি পদেও বদল করা হয়েছে। আইপিএস মণীশ জোশী। তাঁর জায়গায় দায়িত্ব পেলেন শান্তি দাস। তিনি ডব্লুবিপিএস অফিসার। শান্তি এত দিন রাজ্য মানবাধিকার কমিশনের অতিরিক্ত সুপার ছিলেন। এই প্রথম আইপিএস অফিসারের পরিবর্তে কোনও ডব্লুবিপিএস অফিসার রাজ্যপালের এডিসি পদের দায়িত্ব পেলেন। এই পরিবর্তনকে অবশ্য রুটিন পরিবর্তন বলেই ব্যাখ্যা করেছে লাল বাজার।