তিলোত্তমার সুবিচারের দাবিতে জেলা জুড়ে প্রতিবাদ মিছিল বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ডহারবার :: শুক্রবার ২৩,আগস্ট :: আরজি কর কাণ্ডের অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবার জেলা জুড়ে প্রতিবাদের ঝড় সাধারণ মানুষের। আরজি করের ঘটনার পরের দিন থেকে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে গর্জে উঠেছে গোটা বাংলা।

রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে প্রতিবাদ মিছিল সাধারণ মানুষের এবার সেই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করলো স্কুলের ছাত্র-ছাত্রীরা দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটি গার্লস হাই স্কুলের ছাত্রীরা প্রতিবাদ মিছিলে নামে এমনকি মগরাহাটেও প্রতিবাদ মিছিল করে এলাকার মানুষজনেরা।

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র এবার প্রতিবাদের ঝড় আছড়ে পড়েছে বৃহস্পতিবার বিকেলে ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে ডায়মন্ড হারবার জেটিঘাট পর্যন্ত কয়েক হাজার নাগরিকবৃন্দ আরজি কর কান্ডের প্রতিবাদে মিছিল করে এই মিছিলে মহিলাদের সংখ্যা ছিল চোখে পড়ার মতন।

মিছিল থেকেই একটা স্লোগান ওঠে “জাস্টিস ফর আরজি কর”। শুধু ডায়মন্ডহারবার নয় মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের শিরাকল এলাকায় সাধারণ মানুষ ও স্কুলের পড়ুয়ার ও অভিভাবকেরা আরজিকর কান্ডের দোষীদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ মিছিল বের করে। তিলোত্তমার সুবিচারের আশায় তাকিয়ে রয়েছে গোটা দেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 15 =