নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুবরাজপুর :: শুক্রবার ২৩,আগস্ট :: গ্রামের কৃষক থেকে গবেষণারত বিজ্ঞানী সবাই লক্ষ্য করছেন আবহাওয়ার পরিবর্তন। গরমকালে গরম বাড়ছে, অসময়ে বৃষ্টি হচ্ছে, বন্যা বাড়ছে, খরা বাড়ছে। হেমন্ত আর বসন্ত ঋতুকে পাওয়া যাচ্ছে খালি ক্যালেন্ডারে।
পরিবেশবিদরা এর জন্য দায়ী করছেন উষ্ণায়নকে। বলছেন পৃথিবীর তাপমাত্রা আরও অনেক বাড়বে, সমুদ্রতল আরও উঁচু হবে, ফলে উপকূল এলাকা ডুববে, হিমবাহ গলে যাবে, নদী যাবে শুকিয়ে। এই সংকট থেকে বাঁচার উপায় কি? ভবিষ্যৎ প্রজন্মের কী হবে?
এই সমস্যা ও সম্ভাব্য সমাধানের উপায়ের লক্ষ্যে কাজ করে চলেছে ডেভেলপমেন্ট রিসার্চ কমিউনিকেশন এন্ড সার্ভিসেস সেন্টার নামক স্বেচ্ছাসেবী সংস্থা। তাদের আয়োজনে দুবরাজপুর ব্লকের সেমিনার হলে ও বিশ্ব উষ্ণায়ন বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই প্রতীকী হিসেবে অতিথিরা একটি চারা গাছে জল দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। সংগঠনের চিফ প্রোগ্রাম অফিসার সোমজিতা চক্রবর্তী সংগঠনের পরিচিতি এবং আজকের মুখকথা পরিবেশন করেন।