নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শনিবার ২৪,আগস্ট :: আর জি কর হাসপাতালে তরুণী মহিলা চিকিৎসককে ধর্ষণ ও নৃশংস খুনের ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্ত দাবিতে শুক্রবার বিকেলে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পক্ষ থেকে শিয়ালদা থেকে আরজিকর হাসপাতালের অভিমুখ শ্যামবাজার পর্যন্ত একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়।
এই মিছিলে নেতৃত্ব দেওয়ার কথা ছিল ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীর।
কিন্তু বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের কারণে কলকাতা সহ তার আশেপাশের বিভিন্ন এলাকায় সকাল থেকে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি।
বৃষ্টির কারণে কার্যত স্থগিত করা হলো এই কর্মসূচি। শুক্রবার দুপুরে কর্মীদের উদ্দেশ্যে নওশাদ সিদ্দিকী বলেন, শুক্রবার আরজিকর কাণ্ডের প্রতিবাদে অভিযুক্তদের এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে ব্যর্থ পুলিশ প্রশাসন ।
আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে রাজ্যের। নারীদের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ রাজ্যের মুখ্যমন্ত্রী। আরজিকরের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবিতে ইন্ডিয়ান সেকুলার ফোর্সের তরফ থেকে একটি প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আমাদের সেই প্রতিবাদ মিছিল স্থগিত করা হয়েছে। অতি দ্রুত আপনাদের পরবর্তী কর্মসূচি ও পদক্ষেপ জানিয়ে দেয়া হবে।