নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: শনিবার ২৪,আগস্ট :: বসিরহাট মহকুমার স্বরূপনগরের বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর সীমান্তের ঘটনা। জানা যায় ওই সোনার বিস্কুট গুলো একটি মোটর বাইকের ভিতরে করে বাংলাদেশ থেকে ভারতে পাচার করার চেষ্টা করছিল সেলিম মন্ডল নামে এক যুবক ।
গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফের ১৪৩ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনী হাকিমপুর চেকপোস্টে মোটর বাইক সহ ধৃত সেলিম মন্ডল কে আটক করে তল্লাশি করতেই বেরিয়ে আসে আট পিস সোনার বিস্কুট ইতিমধ্যেই সোনার বিস্কুট সহ ধৃত সেলিম মন্ডল কে তেতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দিয়েছে বিএসএফ
এগুলির মালয়েশিয়া দুবাই থাইল্যান্ড হয়ে ভারতে বিএসএফের নজরে এড়িয়ে ঢোকানোর চেষ্টা । জানা যায় ধৃত সেলিম মন্ডলের বাড়ি স্বরূপনগরের বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর সীমান্তে, ধৃতকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।