সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: গোসাবা :: শনিবার ২৪,আগস্ট :: কোটাল আর প্রবল বর্ষনের জেরে সুন্দরবনের নদীবাঁধ ভেঙে প্লাবিত হল এলাকা।শুক্রবার রাতে গোসাবা ব্লকের সুন্দরবন কোস্টাল থানা এলাকার কুমিরমারী গ্রামে গোমর নদীর ভাঙ্গন ঘাট এলাকায় প্রায় ৬০ ফুট নদী বাঁধ ভেঙে লবণাক্ত জল ঢুকে পড়ে।
জোয়ারের সময় এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। যদিও ব্লক প্রশাসন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং যুদ্ধকালীন তৎপরতায় নদীবাঁধ মেরামতির কাজে নেমে পড়ে। গ্রামবাসীদের অভিযোগ, সঠিক পদ্ধতিতে নদী বাঁধ সংস্কার কিংবা নতুন কোন বাঁধ নির্মাণ না হওয়ায় ২০০৯ এর আয়লা পরবর্তী সময় থেকে আতঙ্কিত হয়ে দিন কাটাতে হচ্ছে।
পাশাপাশি তাঁদের আরো অভিযোগ ইতিমধ্যে নদীর লবণাক্ত জল গ্রামে ঢুকে পড়ায় পুকুরের মাছ,চাষের জমি ক্ষতিগ্রস্থ হয়েছে। বাঁধ ভেঙে যাওয়ার কারণে জলমগ্ন গোসাবা র প্রায় ৫০ টি পরিবার। এই ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় গোসাবার বিডিও ও সেচ দপ্তরের আধিকারিকেরা স্থলে পৌঁছায় কুমিরমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও অন্যান্যরা। গোসাবার বিডিও বিশ্বরূপ বিশ্বাস তৈরি করি বাঁধ মেরামতির জন্য উদ্যোগী হয়।