নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শনিবার ২৪,আগস্ট :: ফেসবুকের আলাপ। তারপর প্রেম। শেষ পর্যন্ত প্রেমিকের হাতে প্রেমিকা খুন। বর্ধমানের নান্দুরের ঝাপানতলায় আদিবাসী তরুণী খুনের কিনারা করলো পুলিশ। শুক্রবার রাতে অভিযুক্তকে গ্ৰেফতার করেছে পুলিশ।
শনিবার জেলা পুলিশ সুপার আমনদীপ জানান, ধৃতের নাম অজয় টুডু, বয়স ২৬ বছর। বাড়ি পশ্চিম মেদিনীপুরের ডেবরা। ধৃতকে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থেকে গ্রেফতার করে পুলিশ। শনিবার ধৃতকে বর্ধমান জেলা আদালতে তোলা হয়। ঘটনার ৯দিনের দিনের মধ্যে অপরাধী গ্রেপ্তার।
পুলিশ জানিয়েছে প্রণয় ঘটিত সম্পর্কের অবনতির কারণেই এই খুন। দুজনেই ব্যাঙ্গালোরে কাজ করতো ১২ আগষ্ট একই সাথেই তারা বর্ধমান এ আসে। এবং তারা একান্তে দেখাও করেছিল। কোন কারণে মতপার্থক্য হওয়াতেই কোন ধারালো অস্ত্র নিয়ে খুন বলে জানিয়েছে জেলা পুলিশ সুপার আমনদীপ।
এই ঘটনায় ৩১ জনের সিট গঠন করেছিল পুলিশ। পুলিশ জানিয়েছে ১০ দিনের পুলিশ রিমান্ডে নিয়ে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আরো তথ্য জানা যাবে।১৪ আগষ্ট সন্ধ্যায় বাড়ি থেকে কিছুটা দূরে ধান জমিতে গলার নলিকাটা দেহ উদ্ধার হয় তরুণীর।