নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুবরাজপুর :: শনিবার ২৪,আগস্ট :: দুবরাজপুরের নিরাময়ের কাছে উদ্ধার হল একটি অজগর। প্রায় ৭ ফুট লম্বা এই অজগর। বর্তমানে অজগরটি সম্পূর্ণ সুস্থ রয়েছে। জানা যায়, কুইটা গ্রামের নাজমুল মন্ডল নামে এক ব্যক্তি দুবরাজপুর-যশপুর রাস্তায় নিরাময়ের কাছে একটি অজগরকে পিচ রাস্তা পারাপার করতে দেখে প্রথমে ঘাবড়ে যান ।
