নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: করিমপুর :: শনিবার ২৪,আগস্ট :: পদ্মশ্রী পেলেও অভাব ঘোচেনি, এবার পাটের গান গাইছেন ভাদু শিল্পী রতন কাহার ।’বড়লোকের বেটি লো লম্বা লম্বা চুল’ এই গান গেয়েই দেশের রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন ভাদু গানের শিল্পী রতন কাহার।
তার পরেও তার আর্থিক সঙ্কট কাটেনি। তাই এখনও আগের মতোই পথে-প্রান্তরে গান গেয়ে যেটুকু যা রোজগার করেন, তা দিয়েই সংসার চালাতে হয়। জীবন থেকে উপাদান নিয়ে চিরকাল গান বেঁধেছেন রতন কাহার। গানের কথায় মিশে থাকে গ্রামের জীবন, সুরে মাটির গন্ধ।
তাই গ্রামে গ্রামে ঘুরেই এবার রাজা পাটের সাফল্যের কথা শুনে তা নিয়েই গান গাইলেন তিনি। নদীয়ার করিমপুরে এক অনুষ্ঠান, ‘মেগা ফিল্ড ডে’ চলাকালীন গানে গানে চাষীদের কাছে তুলে ধরেন রাজা পাটের সাফল্যের কথা