নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জামুড়িয়া :: শনিবার ২৪,আগস্ট :: গোপন সূত্রে খবর পেয়ে কাঠ মিলে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে বেআইনীভাবে কাটা গাছ বাজেয়াপ্ত করল বনদপ্তর।আসানসোলের জামুড়িয়ার কুয়া মোড়ের ঘটনা।এর পাশাপাশি কাঠ কাটার একটি মেসিন সিল করেছে বনদপ্তর।
গৌরান্ডী বনদপ্তরের বিট অফিসার সুমন্ত দাস জানান বনদপ্তরের অনুমতি না নিয়ে বেশকিছু বেআইনীভাবে কাটা গাছ এই কাঠ মিলে মজুত ছিল।গোপন সুত্রে খবর পেয়ে জামুড়িয়া থানার পুলিশকে সঙ্গে নিয়ে বনদপ্তর অভিযান চালিয়ে সেই কাটা কাঠের টুকরো বাজেয়াপ্ত করেছে।
বনদপ্তরের দাবি এই কাঠ মিলে ছোট মেসিন দিয়ে কাঠ কাটার অনুমতি ছিল।কিন্ত বড় মেসিন ব্যবহার করা হচ্ছিল।তাই ওই মেসিনটি সিল করা হয়েছে।যদিও কাঠ মিলের মালিক রাজেশ ভান্ডারি জানান কাঠ মিল চালানোর প্রয়োজনীয় নথিপত্র রয়েছে।এমনকি যে কাঠ কেনা হয়েছে তারও নথি রয়েছে।