আবার আকাশের ভ্রূকুটিতে সিঁদুরে মেঘ দেখছে প্রান্তিক চাষীরা

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: মগরাহাট্ :: পূজার আগে ও পরে টানা বৃষ্টির জেরে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছিল। এর মধ্যে মগরাহাট ১নম্বর ব্লকের বহু কৃষিজমিও জলের তলায় ডুবে যায়। বিশেষ করে ধান জমি ও মরসুমি সবজির ক্ষেতও জলমগ্ন হয়ে পড়ে । হওয়া অফিসের বার্তা সত্যি করে কয়েকদিন ভালো আবহাওয়া থাকলেও আবার শনিবার সকাল থেকে বৃষ্টির ভ্রূকুটি দেখা দিয়েছে ।

আর তাতেই সিঁদুরে মেঘ দেখছে প্রান্তিক চাষীরা । জমিতে থাকা সকল শস্য নষ্ট হওয়ার আশঙ্কা করছে তারা । বিশেষ করে একতারা, দেউলার মোড়, হটুগঞ্জ, নৈনান সহ বিভিন্ন এলাকার কৃষকরা সব চেয়ে সমস্যায় পড়েছেন। উৎসবের মরসুমে এই ভাবে একের পর এক দুর্যোগে ফসল নষ্ট হওয়ায় আশংকায় হতাশায় দিন গুনছে তারা। যদিও সমস্ত রকম ভাবে কৃষকদের পাশে থাকার আশ্বাস দিয়েছে ব্লক যুব তৃণমূল সভাপতি ইমরান হাসান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + one =