আবারও সুন্দরবনে বেড়াতে আসা পর্যটকদের ক্যামেরায় বন্দি হল দক্ষিন রায়

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সুন্দরবন :: সোমবার ২৬,আগস্ট :: ভ্রমণপিপাসু বাঙালির কাছে সুন্দরবন মানেই একটা অন্যরকম আবেগ। সুন্দরবনে ঘুরতে এসে বাড়তি পাওনা দক্ষিণ রায় বা রয়েল বেঙ্গল টাইগার দর্শন। সুন্দরবনের রাজা সব সময় সাধারণ মানুষকে দর্শন দেয় না। কিন্তু পর্যটকদের কপাল ভালো থাকলে সুন্দরবনের রাজা রয়েল বেঙ্গল টাইগারের দর্শন পাওয়া যায়।

পর্যটকরা মূলত সুন্দরবনে বেড়াতে আসে বাঘ দর্শনের জন্য। পর্যটকদের সামনে নদীর খাড়িতে দেখা মিলল রয়েল বেঙ্গল টাইগার। কলকাতা থেকে ২৫ জনের পর্যটক দল কুলতলির কৈখালী থেকে দল টি বনদপ্তর এর গাইড সমিরন সরদার ও হরিপদ সরদারের নৌকায় করে ঝড়খালি থেকে তারা বৈধ পাস নিয়ে যায় সুন্দরবনের দোবাঁকি এলাকায়।

দোবাঁকি থেকে পীর খালি ৬ নম্বর জঙ্গল সংলগ্ন এলাকায় সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারের সম্মুখ সমরে পর্যটক এর দল।বাঘের ছবি ক্যামেরাবন্দী পর্যটকদের দল । আর এতেই উজ্জীবিত সুন্দরবনে আশা কলকাতার এই পর্যটক এর দল।

বৃষ্টি-বাদলের এই আবহাওয়ায় সুন্দরবনে বেড়াতে আসা ভ্রমণপিপাসুদের মনের স্বাদপূরণ করছে রয়্যাল বেঙ্গল। রবিবার দোঁবাকির জঙ্গল থেকে বেড়িয়ে আসতে দেখা যায় রয়্যাল বেঙ্গল টাইগারকে। অল্প সময়ের মধ্যেই নদীতে সাঁতার কেটে পীরখালির জঙ্গলে ঢুকে যায় বাঘটি।

খাঁড়ি পাড় হওয়ার সময় ওই বাঘটিকে নদী পেরতে দেখেন পর্যটকরা। সুন্দরবনে প্রচলিত প্রবাদ বলে, বাঘ দেখা সবার কপালে হয় না। যদিও ইদানীংকালে সুন্দরবনে বেড়েছে ‘বিগ বস’-এর আনাগোনা। কারণ ২০১৮ সাল থেকে হওয়া বাঘ সুমারির তথ্য অনুযায়ী, সুন্দরবনে বাঘের সংখ্যা অনেকটাই বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 6 =