বৃষ্টির জমা জলে দুর্ভোগ। আর এর জেরে হাওড়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় মানুষ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: সোমবার ২৬,আগস্ট :: ঘটনা হাওড়ার ডুমুরজলা আনন্দময়ী আশ্রমের সামনের। জানা গেছে, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে ওই এলাকার বিভিন্ন রাস্তা জলমগ্ন হয়ে রয়েছে। পুরসভার নিকাশি ব্যবস্থার ব্যর্থতার প্রতিবাদে এদিন ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা যায় ওই এলাকায়।

এলাকার মানুষ পথে নেমে বিক্ষোভ শুরু করেছেন। পুলিশ অবরোধ তুলতে এলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ হয়। পুলিশকেও বিক্ষোভকারীদের মুখে পড়তে হয়। এই নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এখনো পর্যন্ত অবরোধ বিক্ষোভ চলছে।

এর আগে বৃষ্টি ও নর্দমার জল ঘরে জমে থাকার কারণে গতকালই অবরোধ হয়েছিল হাওড়া সালকিয়া এলাকায়। এরপর আজ অবরোধ হল হাওড়া ডুমুরজলা এলাকায়। দাসনগর এবং ইছাপুর এলাকার মানুষ এদিন পথে নেমেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − four =