আজ নবান্ন অভিযানে পুলিশ প্রস্তুত – আহ্বানে ছাত্র সংগঠন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: মঙ্গলবার ২৭,আগস্ট :: আজ, মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ নামে কোনো এক ছাত্র সংগঠন। কিন্তু কারা এই ছাত্র সংগঠন? কবে, কখন, কোথায় এই সংগঠনের জন্ম? – তা নিয়ে সন্দিগ্ধ পুলিশ। তবে পুলিশ নিজেদের মতো করে সাজিয়ে নিয়েছে রাস্তা।

যানবাহন চলাচলের উপরে আংশিকভাবে বিধিনিষেধ জারি করা হল। সেদিন ১৮ ঘণ্টা কলকাতার কোন রাস্তায় কী গাড়ি চলবে আর কোন রাস্তা বন্ধ থাকবে তা আগের থেকেই জানিয়ে দিয়েছে পুলিশ। রবিবার রাতের দিকে কলকাতা ট্র্যাফিক পুলিশের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে মঙ্গলবার (২৭ অগস্ট) কলকাতার একাধিক রাস্তায় ভোর ৪ টে থেকে রাত ১০ টা পর্যন্ত পণ্যবাহী গাড়ি চলাচল করতে পারবে না।

শুধুমাত্র যে সব পণ্যবাহী গাড়ি এলপিজি গ্যাস সিলিন্ডার, অক্সিজেন, দুধ, ওষুধ, আনাজপাতি, ফলের মতো বিভিন্ন জরুরি এবং পচনশীল জিনিসপত্র বহন করবে, সেগুলিকে ছাড় দেওয়া হবে বলে কলকাতা ট্র্যাফিক পুলিশের তরফে জানানো হয়েছে।

কলকাতা ট্র্যাফিক পুলিশের তরফে জানানো হয়েছে যে প্রয়োজন মতো বিভিন্ন রাস্তায় পণ্যবাহী গাড়ি-সহ অন্যান্য গাড়ি ঘুরিয়ে দেওয়া হতে পারে। যে অফিসার দায়িত্বে থাকবেন, তিনি পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। পুলিশ সম্পূর্ণ প্রস্তুত বলেই জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − eight =