নবান্ন অভিযানে যোগ দিতে সাগর থেকে জলপথে রওনা দিলেন কয়েকশ ছাত্র-ছাত্রী ও অভিভাবক

সুদেষ্ণা মন্ডল  :: সংবাদ প্রবাহ :: সাগর :: মঙ্গলবার ২৭,আগস্ট :: তিলোত্তমা সুবিচারের দাবিতে আজ ছাত্র সংগঠনের পক্ষ থেকে নবান্ন অভিযান। সেই নবান্ন অভিযানে যোগ দিতে পাহাড় থেকে সাগরের ছাত্র-ছাত্রীরা নবান্নের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

মঙ্গলবার প্রাকৃতিক দুর্যোগ ও প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে গঙ্গাসাগর এলাকা থেকে কয়েকশ ছাত্র ছাত্রী ও তাদের অভিভাবকরা জলপথে নবান্নের উদ্দেশ্যে রওনা দেয়। নিম্নচাপ এবং কোটালে জোড়া ফালায় উপকূল তীরবর্তী এলাকার বিভিন্ন নদী থেকে সমুদ্র এখন উত্তাল ।

সেই উত্তাল নদীর মাঝে ভেসেলে করে গঙ্গাসাগরের কয়েকশ ছাত্র-ছাত্রীরা তারা রওনা দিয়েছে কচুবেড়িয়া উদ্দেশ্যে। উল্লেখযোগ্য কলকাতার আরজিকর হাসপাতালে কর্তব্যরত তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় এখনো পর্যন্ত মূল অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারছে না পুলিশ।

মূল অভিযুক্তরা এখনো পর্যন্ত অধরা রয়েছে তিলোত্তমার সুবিচারের দাবিতে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে ছাত্র সমাজ। সেই ডাকে সাড়া দিয়েছে পাহাড় থেকে সাগর। তিলোত্তমার সুবিচারের আশায় রাজ্যের বিভিন্ন প্রান্তের ছাত্র-ছাত্রীরা তারা আজ পৌঁছাবে নবান্নে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + fifteen =