নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ২৭,আগস্ট :: নবান্নে না যাওয়ার জন্য হুমকির অভিযোগ পুলিশের বিরুদ্ধে। মালদা থানার বাচামারি পাল পাড়ার ঘটনা। পেশায় সিভিল ইঞ্জিনিয়ার এবং তার সঙ্গে গুরুকুলে বাচ্চাদের গীতা পাঠ শেখান সোনালী পাল নামে এক যুবতী। বাড়ি ওই এলাকাতেই।
তার অভিযোগ নবান্নে যেতে বাধা দেওয়ার জন্য তার বাবাকে রাস্তায় দাঁড়িয়ে হুমকি দেয় পুলিশ। এরপর পুলিশ আধিকারিকের ভাড়া বাড়ির সামনে ধর্নায় বসলো যুবতী। তার অভিযোগ, ২৭ তারিখ নবান্ন অভিযানে যাবে কিনা এ নিয়ে, রাতে মালদা থানার পুলিশ তার বাড়ি যায় জিজ্ঞেস করতে।
অভিযুক্তকে হেনস্থা করা হচ্ছে। সেই কারণেই তিনি, আইসির ভাড়া বাড়ির দরজায় বসে ধরনা দিয়েছেন।
পরে মালদা থানা পুলিশ দিয়ে গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে ধরেনা উঠিয়ে নেয় তারা