নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কৃষ্ণনগর :: বুধবার ২৮,আগস্ট :: বিজেপির ডাকা ১২ ঘন্টা বনধের প্রভাব পড়েছে নদীয়া জেলায়। সকাল থেকে বনধ সমর্থনকারীরা কৃষ্ণনগর স্টেশনে শিয়ালদহগামী ট্রেন আটকে দেয়। একই সাথে নদীয়া জেলার বিভিন্ন রূপে বেসরকারি বাস বন্ধ রয়েছে। খোলা রয়েছে, অটো এবং টোটো।
নদীয়ার বেশ কিছু কিছু জায়গায় ফেরিঘাট খোলা রয়েছে। তবে রাস্তাঘাটে অন্যান্য দিনে তুলনায় লোক সংখ্যা অনেকটাই কম। দোকান বাজার রয়েছে খোলা। আর পাঁচটা দিনের মত স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ পথে বেরোলেও তুলনামূলকভাবে লোকসংখ্যা অনেকটাই কম। বিজেপির ডাকা বনধের প্রভাব কিছুটা হলেও নদীয়াতে পড়েছে তা সকালের বিভিন্ন চিত্রতেই ধরা পড়ল।