রাষ্ট্রপতি পদ্মশ্রী, পুরস্কার পেলেন মালদার গুরুমা কমলি সরেন।

কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা :: পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলা গাজোল ব্লকের কোটাল হাটির এক জন সমাজসেবামূলক কাজের জন্য বেশকিছু ঘর আদিবাসী সম্প্রদায় তারা খিষ্টান ধর্মে চলে গিয়েছিল সেইসব আদিবাসী গুলোকে খ্রিস্টান ধর্ম থেকে ফিরিয়ে নিয়ে এসেছেন কমলি সরেন গুরুমা , এমন কি অসহায় মানুষের পাশে গিয়ে কমলি সরেন গুরুমা দাঁড়িয়েছেন। এই ধরনের আরো তিনটি সমাজসেবক মূলক এইসব কাজের জন্য’ রাষ্ট্রপতি পদ্মশ্রী, পুরস্কার পেলেন গুরুমা কমলি সরেন।মঙ্গলবার নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ হাতে তুলে দেন পদ্মশ্র পুরস্কার। পুরস্কার পাওয়ার পর এদিন বিমানে দিল্লি থেকে কলকাতায় ফিরেছেন তিনি। এর পর এদিন শুক্রবার গাজোলে ফিরতে না ফিরতেই গুরুমা কমলি সরেনকে আদিবাসী সমাজের পক্ষ থেকে সংবর্ধনা জানান ।

এরপর একে একে গাজোল বাঁশি ও গাজোল- ১ নং গ্ৰামের পঞ্চায়েতের প্রধান বিন্দু পুঝর মাল ,উপ প্রধান কাজল কুন্ডু ও গাজোল বি জে পি যুব মোর্চা পক্ষ শুরু করে – গুরুমা কমল সরেন কে সংবর্ধনা দেন। এরপর গাজোল হাই স্কুল মাঠ থেকে খোল করতাল , মাদল ও ব্যান্ড বাজিয়ে সারা গাজোল হুডখোলা গাড়িতে চড়িয়ে পরিক্রমা করে শোভা যাত্রার মাধ্যমে তাকে নিয়ে যায়া হয় তাঁর আশ্রম কোটাল হাটি গ্রামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − thirteen =