নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শনিবার ৩১,আগস্ট :: শিশু চুরির আশংকাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো শনিবার পূর্ব বর্ধমান জেলার গোপাল বেড়া অঞ্চলের অন্তর্গত দোয়ার গ্রাম এলাকায়। জানা গিয়েছে যে, দুজন অজ্ঞাত পরিচয় মহিলা ভাটপুকুর বাজার হয়ে টোটোয় করে দোয়ারগ্রামে দিকে যায়। টোটো থেকে নেমে স্থানীয় এলাকার লোকজনেদের বাচ্চা হওয়ার জন্য ওষুধ দিচ্ছেন বলে নিজেদের পরিচয় দেন।
এরপর হঠাৎ করেই একটি বাড়ি থেকে দুটি বাচ্চাকে প্রায় তুলে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। বিষয়টি ওই শিশুদের বাড়ির লোকজন এবং আশেপাশের প্রতিবেশীদের চোখে পড়ে। তারা দেখতে পান টোটো থেকে নেমে দুই মহিলা বাচ্চা দুটিকে ধরে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে সকলে মিলে ছুটে এসে ওই মহিলা দুজনকে আটক করেন এবং শিশুর দুটিকে সেখান থেকে উদ্ধার করেন।
মহিলা দুটিকে আটক করে রাখার পর সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় থানায়। অভিযুক্ত দুই মহিলার ব্যাগ থেকে গাছগাছরা জাতীয় কিছু ওষুধ মিলেছে। শিশু চুরি করে নিয়ে পালানোর চেষ্টা অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনার স্থলে এসে উপস্থিত হয়। উন্মত্ত জনতা পুলিশের কাছে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন।
এইভাবে দিনে দুপুরে বাড়ির শিশুদের এই চুরি করে নিয়ে পালানোর মতো ঘটনা ঘটতে যাচ্ছিল কিছুক্ষণ আগেই। এভাবে যদি দিনের পর দিন চলতে থাকে তাহলে এলাকার মানুষের এবং শিশুদের নিরাপত্তা কোথায় প্রশ্ন তোলেন সকলে।
যদিও শিশু চুরি করার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত দুই মহিলা। তারা এলাকায় এলাকায় ঘুরে বেড়ায় বলেই দাবি করেছে।। তাদের বাড়ি নাকি মুর্শিদাবাদের বলে স্বীকার করে নিয়েছেন মহিলার দুজন। ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করেছে খন্ডঘোষ থানা পুলিশ।