নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: রবিবার ১,সেপ্টেম্বর :: পূর্ব বর্ধমান জেলার নাদনঘাটে – ফের চুরি। নাদনঘাট থানা এলাকায়, সমুদ্রগড় উত্তর গৌরাঙ্গপাড়া বারোয়ারি দুর্গা উৎসব কমিটির মন্দিরের তালা ভেঙে মন্দিরের ঠাকুরের থাকা বিভিন্ন কাঁসা-পিতলের বাসনপত্র নিয়ে উধাও চোরেরা। গতকাল গভীর রাতে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।
এদিন রবিবার মন্দিরে স্থানীয় বাসিন্দাদের বিষয়টি নজরে আসে । মন্দিরে থাকা ঘন্টা, ঠাকুরের পুজোর সময় ব্যবহৃত কাঁসা পিতলের বিভিন্ন বাসনপত্র নিয়ে চলে যায় চোরেরা।
রবিবার বেলা নটা নাগাদ স্থানীয় এক বাসিন্দা তিনি জানান, এক ভক্ত মন্দিরের সকালে এসে বিষয়টি তার প্রথমে নজরে আসে। এরপরই থানা পুলিশকে খবর দেয়া হলে পুলিশ এসে বিষয়টি দেখে যায়, ভাঙ্গা তালা গুলো নিয়ে গেছে। উল্লেখ্য কয়েকদিন আগেই নিচু চাপাহাটি এলাকার সাধুর আশ্রমে মন্দিরের তালা ভেঙে বিগ্রহ সমেত কাঁসা পিতলের বাসনপত্র চুরি গিয়েছিল।