নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মগরাহাট :: সোমবার ০২,সেপ্টেম্বর :: মগরাহাট ধামুয়া রেল স্টেশনের কাছে আসানসোল থেকে আসা কয়লার গাড়ি লুট করা ছক কষেছিল দুষ্কৃতীরা। পরিকল্পনা অনুযায়ী রাস্তাটি কে গাছের গুড়ি ফেলে অবরুদ্ধ করে দেয়া হয়েছিল।
পরিকল্পনা ছিল যখনই ওই কয়লার গাড়ি থেকে কয়েকজন এই রাস্তা পরিষ্কার করতে আসবে তখনই দুষ্কৃতীরা তাদের ওপর হামলা চালিয়ে লুটপাট করবে। সেই পরিকল্পনা অনুযায়ী রাস্তা অবরোধ করে পাশের একটি জঙ্গলে অপেক্ষা করছিল দুষ্কৃতীরা।
সময় মতন কয়লার গাড়িটিও এসেছিল রাস্তা অবরুদ্ধ দেখে কয়লার গাড়ি থেকে দুজন কর্মী রাস্তা পরিষ্কার করছিল। সেই সময় কিছু অস্বাভাবিক আন্দাজ করতে পারে লরির চালক সেই সময় লরির চালক ইশারা দিয়ে সবাইকে চলে আসতে বলে। সেই সময় জঙ্গল থেকে ভেসে আসে গুলির আওয়াজ। গুলিবিদ্ধ হয় বিহারের বাসিন্দা নন্দ কিশোর সিং গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় নন্দকিশোর সিং এর।
এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মগরাহাট থানার পুলিশ। এরপর অভিযুক্তদের গ্রেফতারের উদ্দেশ্যে রাতভোর মগরাহাট থানার বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালায় মগরাহাট থানার পুলিশ। ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দের নেতৃত্বে তৈরি করা হয় বিশেষ দল। এরপর মগরাহাটের বিভিন্ন প্রান্তে চিরুনি তল্লাশি চালানো হয়।
সেই তল্লাশি অভিযানে আটক করা হয় চারজনকে। চারজন ছিল মগরাহাট থানার দাগী আসামী। চারজনের বিরুদ্ধে মগরাহাট থানায় একাধিক অভিযোগ রয়েছে। এরপর চার জনকে জিজ্ঞাসাবাদের পর উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। মোট পাঁচজন এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে বলে এই চারজনের দাবি। চারজনকেই গ্রেপ্তার করেছে মগরাহাট থানার পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে খুন, ছিনতাই, মারধোর সহ অস্ত্র আইন সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলার রুজু করা হয়েছে।
এ বিষয়ে ডায়মন্ডহারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে জানান, ধামুয়া রেল স্টেশনের গুলি চালানোর ঘটনায় গতকাল রাতভর মগরাহাট থানার বিভিন্ন প্রান্তে পুলিশের তল্লাশি অভিযান চালানোর পর চার জন অভিযুক্তকে আটক করা হয়েছে। আটক চারজনকে জিজ্ঞাসাবাদ করে গোটা ঘটনা জানা গিয়েছে। এই ঘটনার সঙ্গে ৫ জন যুক্ত রয়েছে তাদের মধ্যে চারজনকে ইতিমধ্যে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকি একজনের খোঁজে চলছে তল্লাশি।