পুলিশ দিবস” উপলক্ষে পুলিশের স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন আসানসোলের সালানপুরে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সালানপুর :: বুধবার ৪,সেপ্টেম্বর :: পুলিশ দিবস”উপলক্ষে সালানপুর থানার কল্যানেশ্বরী ফাঁড়ির উদ্যোগে এবং আসানসোল ব্লাড ব্যাংকের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

এদিন রক্তদান শিবিরের শুভ সূচনা করেন ডিসি(হেডকোয়ার্টার) অরবিন্দ কুমার আনন্দ, এসিপি (কুলটি)এস.কে জাবেদ হোসেন, সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হাটি, কল্যানেশ্বরী ফাঁড়ির ইনচার্জ অরুনাভ ভট্টাচার্য,রূপনারায়ানপুর ফাঁড়ির ইনচার্জ নাসরিন সুলতানা সহ সমাজসেবী ভোলা সিং,মনোজ তেওয়ারী, সহ আরো অনেকে।

এদিন সর্ব প্রথম রক্তদাতা হিসেবে রক্তদান করেন কল্যানেশ্বরী ফাঁড়ির ইনচার্জ অরুনাভ ভট্টাচার্য,তাছাড়া রক্তদান করেন সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হাটি।এবং বাঁকুড়া থেকে এক যুবতী স্বেচ্ছায় রক্তদান করেন শিবিরে।সঙ্গে এলাকার যুবকরা এবং ফাঁড়ির অন্যান্য পুলিশ আধিকারিকরা ও সিভিক ভলেন্টিয়ারা রক্তদান করেন।

প্রায় ৩৫ ইউনিট রক্তদান করা হয়।এদিন ডিসি(হেডকোয়ার্টার) অরবিন্দ কুমার আনন্দ জানান রক্তদান হচ্ছে মহান দান।তিনি স্বেচ্ছায় রক্তদান শিবিরের সমস্ত রক্তদাতাদের ধন্যবাদ জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 3 =