পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের বালিঘাইতে ব্লক কার্যালয়ের সামনে ধর্ণা মঞ্চ করে অবস্থান বিক্ষোভ কর্মসূচী

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: এগরা :: বুধবার ৪,সেপ্টেম্বর :: মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বুধবার বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুদাম পন্ডিতের নেতৃত্বে পূর্ব মেদিনীপুর জেলার
এগরা ২ ব্লকের বালিঘাইতে ব্লক কার্যালয়ের সামনে ধর্ণা মঞ্চ করে অবস্থান বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

তাদের দাবি পূরণ না হলে তাদের আন্দোলন থামবে না বলে জানান বিজেপি নেতৃত্বরা । বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সুদাম পন্ডিত বলেন,” কেন্দ্রীয় সরকার যখন ন্যায় সংহিতা আইন পাশ করেছিলেন তখন মুখ্যমন্ত্রী বিরোধিতা করেছেন। তাহলে হঠাৎ কি এমন হল রাজ্যসরকার তড়িঘড়ি বিধানসভা অধিবেশন ডেকে ফাঁসির আইন পাশ করতে হল।

এর প্রতিবাদে এগরা ২ ব্লক অফিসের সামনে অবস্থান ধরনা কর্মসূচিতে নেমেছি। উদ্দেশ্য একটাই মুখ্যমন্ত্রীর পদত্যাগ। যতদিন না পদত্যাগ করছেন ততদিন বিজেপির আন্দোলন চলবে।”

এছাড়াও এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির যুব মোর্চার জেলা সম্পাদক অমলেশ পাহাড়ী, মন্ডল সভাপতি দেবকুমার পন্ডা ও দেবব্রত আচার্য্য, জেলা কমিটির সদস্য সাগর জিৎ সহ অন্যান্যরা। এদিনের বিক্ষোভ সমাবেশে বিজেপির কয়েকশো কর্মী ও সমর্থকেরা সামিল হন। এদিন বালিঘাইতে বিডিও অফিসের সামনে অধিক সং্খ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − four =