সংবাদ প্রবাহ নিউজ ব্যুরো :: গুয়াহাটি :: মণিপুরে মিয়ানমার সীমান্তে আসাম রাইফেলসের কনভয়ে বড়সড় উগ্রবাদী হামলা হয়েছে। এ ঘটনায় এক কম্যান্ডিং অফিসারসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত। কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনো স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মণিপুরের কোনো বিচ্ছিন্নতাবাদী সংগঠন এই হামলা চালিয়েছে |
প্রাথমিকভাবে জানা গেছে, ৪৬ আসাম রাইফেলসের কম্যান্ডিং অফিসার কর্নেল বিপ্লব ত্রিপাঠী মিয়ানমার সীমান্ত থেকে একটি কনভয়ে নিয়ে ফিরছিলেন। সাথে ছিলেন তার স্ত্রী এবং এক শিশু পুত্র। ওই কম্যান্ডিং অফিসারের সাথে সেনার অন্য জওয়ান এবং কুইক রেসপন্স টিমের সদস্যরাও ছিলেন |
এ সময় আচমকায় হামলা চালায় দুষ্কৃতীরা। মৃত্যু হয় ওই কম্যান্ডিং অফিসার, তার স্ত্রী ও পুত্রের। সেই সাথে আরো একাধিক সেনা জওয়ান শহিদ হয়েছেন বলে জানা যাচ্ছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। যদিও এই ঘটনা সম্পর্কে সরকারিভাবে এখনো কোনো বিবৃতি দেয়নি।
কে বা কারা এই হামলা চালাল। এর নেপথ্যে কারণ কী? এখনো কোনোটাই স্পষ্ট নয়। তবে আপাতত সেনা জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করার চেষ্টা করছেন। সাম্প্রতিক উত্তরপূর্ব ভারতে এটাই সেনাকে টার্গেট করে করা সবচেয়ে বড় উগ্রবাদী হামলা। যদিও, এবার এই ঘটনা ঘটেছে মিয়ানমারে।