সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কানিং :: শুক্রবার ৬,সেপ্টেম্বর :: আরজি কর হাসপাতালে দুর্নীতি কাণ্ডে ধৃত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিলাসবহুল বাংলোর খোঁজ পাওয়া গেল ক্যানিংয়ে। এই নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে জোর চর্চা শুরু হয়েছে। সন্দীপবাবুর এই বাংলোটি ক্যানিং ২ নম্বর ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত।
বাংলোটি প্রায় দশ বিঘে জমির উপর তৈরি হয়েছে বলে দাবি স্থানীয়দের। বাড়িটির নাম ‘সঙ্গীতা-সন্দীপ ভিলা’। জানা গিয়েছে, বছর দুই আগে এই বাংলোটি তৈরি করা হয়েছিল। দেখভাল করার জন্য রয়েছে একজন কেয়ারটেকার। মাঝেমধ্যেই পরিবার নিয়ে এখানে সময় কাটাতে আসতেন সন্দীপবাবু। খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে যেতেন।
কিন্তু আর জি কর কাণ্ডের আগে থেকেই এখানে আর আসেননি প্রাক্তন অধ্যক্ষ। আপাতত তালা বন্ধ অবস্থায় পড়ে রয়েছে বিলাসবহুল বাংলোটি। প্রাক্তন অধ্যক্ষের গ্রেপ্তারের পর থেকেই তার নানা বিষয়কে ঘিরে কৌতূহল বেড়েছে সাধারণ মানুষের। এবার তার এই বিলাসবহুল বাংলাকে ঘিরেও আগ্রহ তুঙ্গে।