নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শুক্রবার ৬,সেপ্টেম্বর :: কাজের দাবিতে বৃহস্পতিবারের পর শুক্রবার আন্দোলন করতে গিয়ে কারখানার ভেতর ঢুকে ব্যাপক ভাঙচুর। ভাঙচুর সিসি ক্যামেরা।মারধর কর্মীদের বলে অভিযোগ। ব্যাপক উত্তেজনা কাঁকসার বাঁশকোপা শিল্প তালুকের একটি ইস্পাত কারখানায়।
পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশের সাথে ধস্তাধস্তি।পুলিশের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।বিক্ষোভকারী প্রতিমা ঘোষ অভিযোগ করেন,”গোটা এলাকা দূষণে ঢাকছে। জমিতে চাষ হচ্ছে না। তবুও হেলদোল নেই প্রশাসনের। মিলছে না বেকার যুবক-যুবতীদের কাজও। তাই বাধ্য হয়ে আমরা প্রতিবাদ করছি।”
এ বিষয়ে কারখানার জেনারেল ম্যানেজার অশোক কুমার সিংহ বলেন,”বৃহস্পতিবার কারখানার গেট বন্ধ করে বিক্ষোভ করেছিল এলাকার বেশ কিছু মানুষ। উৎপাদন বন্ধ হয়েছিল। চরম সমস্যার মুখে পড়তে হয়েছিল শ্রমিকদেরও। প্রশাসন কড়া ব্যবস্থা নিয়েছিলেন। ফের শুক্রবার বহু মানুষ আচমকা কারখানার ভেতর ঢুকে ভাঙচুর চালায়। আমাদের কর্মীদের হেনস্তা করে। পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।”