নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আলিপুরদুয়ার :: শনিবার ৭,সেপ্টেম্বর :: টোটোর মধ্যে যাত্রীরা নয়, টোটোর মধ্যে বিক্রি হবে চিকেন পকোরা, মোগলাই পরোটা, এগ চিকেন চাউ। অবাক হচ্ছেন ? অবাক করার বিষয় মনে হলেও ঘটনাটি সত্যি ! তবে ব্যাপারটা একটু আলাদা। পুরোনো টোটোর বডি খুলে সেটাকে বানিয়ে দেওয়া হয়েছে আস্ত একটা ফাস্টফুডের দোকানের মত ।
আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকে কানপাতলেই এখন শোনা যাচ্ছে পরিবর্তিত টোটোর এই হাড় পাঁজরের গল্প । নাম রাহুল রায় । বাড়ি আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের নরসিংহপুরে। কিন্তু কিভাবে আস্ত একটি টোটোকে পুরো পাল্টে দিয়ে তিনি বানিয়ে দিলেন ফাস্টফুডের দোকানের মত ?
জানা গিয়েছে তাঁর একটি গ্যারেজ আছে। সম্প্রতি একজন তার কাছে টোটো দিয়ে বলেন এটিকে ফাস্টফুডের দোকানের মত পরিণত করার। সেই কাজ নিপুন হাতে করে দেখালেন রাহুলবাবু। যার জন্য খরচ করতে হয়েছে ৬০ হাজার টাকা।
নিপুন দক্ষতার সাথে সেই পুরনো টোটোর বডি খুলে নতুন করে ফাস্টফুডের বডি তৈরি করা হয়েছে তাতে। নরসিংহ পুরের বিশ্বকর্মা অটো পার্টস এর দোকানে গেলেই সেই গাড়িটি দেখা মিলবে। যা দেখে অনেকেই বেশ হতবাক। এভাবে গাড়ি তৈরির জেরে ব্যবসায়িক ক্ষেত্রে অনেকেই উপকৃত হবেন বলে আশাবাদী রাহুল বাবু।