সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: রবিবার ৮,সেপ্টেম্বর :: আজ হলো গণেশ চতুর্থী, শিলিগুড়িতে গনেশ পূজা জমজমাট। গণেশ পূজোর আনন্দে মেতে উঠেছে শহরের আমজনতা। এবারে মধ্য শান্তিনগর এলাকার একটি পুজো নজর কেড়েছে।
ডাব গ্রাম ফুলবাড়ী এলাকার মধ্যে শান্তিনগরের গণেশ পূজো কমিটির দ্বারা আয়োজিত পুজোটি বিশেষ পূজা মণ্ডপটি বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। প্রসঙ্গত এ বিষয়ে জানা গেছে তাদের পুজো এবারে সপ্তম বর্ষে পদার্পণ করেছে। শুক্রবার দিন পূজা মন্ডপের উদ্বোধন পর্ব সম্পন্ন হয়েছে। উদ্বোধন করেছেন রামকৃষ্ণ বেদান্ত আশ্রম এর স্বামীজীর রাঘবানন্দ মহারাজ ।
এছাড়া ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জী। পূজা মন্ডপটি দেখতে মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। প্রসঙ্গত জানা গেছে পুজোর পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। গোটা শিলিগুড়ি জুড়ে আরো বড় বড় গণেশ পূজো হচ্ছে।
সারা বছরের অপেক্ষা করার পর বছরে এই কটা দিন, আনন্দের ঢেউতে ভাসছে গোটা শহরবাসী। সন্ধ্যা থেকে দেখা যাচ্ছে বিভিন্ন পূজো মণ্ডপ গুলিতে গণপতি বাপ্পার প্রতিমা দর্শন করবার জন্য দর্শনার্থীদের ভিড়।