সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: রবিবার ৮,সেপ্টেম্বর :: শিলিগুড়িতে গণেশ পুজো জমজমাট, বেশ কয়েকটি বড় পূজো হচ্ছে শহরে। শিলিগুড়ি প্রধাননগরে ত্রিশ ফুটের গনেশ প্রতিমার নজর কেড়েছে। প্রসঙ্গত উদ্যোক্তারা জানিয়েছেন প্রতিদিন প্রচুর দর্শনার্থী গণেশ প্রতিমা দর্শন করতে আসছেন। এত বড় পূজোর চাপ রয়েছে কিন্তু তারা আনন্দের সাথে পুজোর কাজকর্ম করছেন।
বেশ কিছু কর্মসূচি রয়েছে পুজোকে ঘিরে, রক্তদান শিবির থেকে আরম্ভ করে আরো বেশ কিছু কর্মসূচি রয়েছে। এদিন ছোটদের অংকন প্রতিযোগিতার আয়োজন করা হয় । প্রসঙ্গত পূজা প্রাঙ্গনের অনুষ্ঠান মঞ্চে আয়োজন করা হয় অংকন প্রতিযোগিতার।