অভয়া ক্লিনিক এবার আসানসোলে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: রবিবার ৮,সেপ্টেম্বর :: অভয়া ক্লিনিক এবার আসানসোলে। আসানসোলের রানীগঞ্জ আই এম এ শাখা তাদের নিজেদের দপ্তরের হলে একসাথে সমস্ত চিকিৎসক মিলে চিকিৎসা শুরু করলেন রোগি দেখতে। রবিবার সকালে এই শিবের হাজির হল শিল্পাঞ্চলের বহু রোগী।

একই ছাদের তলায় সকল চিকিৎসকদের সামনে পেয়ে রোগীরা তাদের নতুন পুরান সব রোগের চিকিৎসার সুবিধা বিনা পয়সায় নেয়। রবিবার এমনই বিষয় লক্ষ্য করা গেল রানীগঞ্জের অভয়া ক্লিনিকে, স্থানীয় প্রায় বেশিরভাগ চিকিৎসক রবিবার ছুটির দিন আর জি করের অভয়া কান্ডের প্রতিবাদ করে অভয়া ক্লিনিকে চিকিৎসার জন্য যোগদান করেন।

বিনামূল্যে চিকিৎসা করার পাশাপাশি সকল চিকিৎসকেরাই এদিন বিনামূল্যে বেশ কিছু ওষুধও প্রদান করেন। যার জন্য এদিন আইএমএ ভবনের সামনেই একটি ফ্রি মেডিকেল ডিস্ট্রিবিউশন সেন্টার ও তৈরি করা হয়। যেখানে বিনামূল্যে চিকিৎসার সাথেই বিনামূল্যে ওষুধ পেয়ে খুশি সকল রোগীর পরিজন। চিকিৎসকেরা এদিন তাদের প্রেসক্রিপশনে জাস্টিস ফর আরজিকর স্ট্যাম্প দিয়েছেন। একইভাবেই ছয়টি প্রশ্ন তারা তুলে ধরেন সকলের সামনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − ten =